Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ভুয়া তথ্য প্রচার বন্ধে মেটার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সারাবাংলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৩

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব রোধে কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সংবাদমাধ্যম বাসস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি ও রাজনীতিবিদরা তার শাসনামলে দেশের বিপুল সম্পদ লুট করেছে এবং এখন সেই সম্পদ ব্যবহার করে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ফেসবুক বাংলাদেশে তথ্য যাচাই কার্যক্রম জোরদার করবে এবং ডিজিটাল যাচাইয়ের জন্য ব্যবহারকারীদের সম্পৃক্ত করার পদ্ধতি খুঁজবে, যা উইকিপিডিয়ার মডেলের মতো।

বৈঠকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট জানান, ফেসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে প্রযোজ্য হলেও এটি বাংলাদেশ ও ইউরোপে প্রযোজ্য হবে না। তিনি আরও বলেন, মেটা বাংলাদেশে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত দিতেও প্রস্তুত।

ক্লেগ উল্লেখ করেন, তাদের নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই, এলআইএএমএ, স্বাস্থ্যসেবা, কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অধ্যাপক ইউনূস বাংলাদেশে এলআইএএমএ-র ওপর এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

বৈঠকে মেটার পলিসি প্ল্যানিং ডিরেক্টর প্রবীর মেহতা, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর