Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ঘণ্টা পর দুই নৌ পথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১২:২১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫

৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নৌ চলাচল। ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত রাত দেড়টা থেকে উভয় নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে পদ্মা নদীতে তীব্র কুয়াশায় ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় বরকত ও কপোতি নামে দুটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া কুয়াশার কারণে একই সময়ে যমুনায় তীব্র কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ হয়ে যায় আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল।

সকাল পৌনে ১১টার দিকে কুয়াশার প্রাদুর্ভাব কিছুটা কেটে গেলে উভয় নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এমপি

আরিচা-কাজিরহাট নৌ রুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট ফেরি মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর