সূর্যের দেখা মেলেনি যশোরে, সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি
২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
যশোর: গত কয়েকদিনের ঝলমলে রোদের পর গতকাল থেকে হঠাৎই যশোরে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হচ্ছে যশোরের জনজীবন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার তীব্রতা না থাকলেও নেই রোদের অস্তিত্ব। সেই সঙ্গে প্রবাহিত হচ্ছে বাতাস, তাতে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সারা দিন দেখা মেলেনি সূর্যের। পরিবেশ কুয়াশাচ্ছন থাকায় সন্ধ্যাটাও যেন আগে আগে দেখা দিয়েছিল।
ঢাকা ও যশোর বিমানবাহিনী আবহাওয়া অফিসের তথ্য মতে, যশোরের আজকের তাপমাত্রার পারদ নেমেছে ১১ দশমিক ৬ ডিগ্রিতে। এটা বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি। বাতাসে ঘণ্টায় গতিবেগ ছিল সর্বোচ্চ ১২ কিলোমিটার অবশ্য সর্বোচ্চ ৭ কিলোমিটার। ফলে আজ তাপমাত্র কম থাকলেও শীতের তীব্রতা কম অনুভূত হচ্ছে। যশোরের কোথাও কোথাও দৃষ্টিসীমা ৫০ মিটারের মধ্যে নেমে আসে।
অবশ্য আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে এই অবস্থার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। সূর্যের দেখা মিলবে।
এদিকে ভোরে কুয়াশা থাকায় কোথাও কোথাও রাস্তায় হেডলাইট জ্বেলেও গাড়ি চলাচল করছে। শীত-কুয়াশায় থেমে নেই মানুষের কাজকর্ম। ফলে এসব উপেক্ষা করেই সকাল থেকে বেড়িয়ে পড়েছে কর্মজীবী মানুষ।
তবে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়েছে ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে। নতুনকরে শীতের ধাক্কায় ব্যাহত হচ্ছে কাজকর্ম।
যশোরে তাপমাত্রা চলতি মৌসুমে সর্বনিম্ন হয়েছেল ১০ ডিগ্রি পর্যন্ত।
সারাবাংলা/এমপি