শিক্ষা সফরের বাস উলটে পথচারী নিহত, আহত ৬ শিক্ষার্থী
২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষা সফরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস উলটে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাসটি কক্সবাজারে বনভোজনে যাচ্ছিল। মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় বাসটি পৌঁছালে সড়কের ওপরে উঠে যাওয়া এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন বাসের চালক। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়েছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়েই আমরা একজনের লাশ উদ্ধার করি। তিনি ওই বাসের যাত্রী ছিলেন না বলে অন্যরা জানিয়েছেন। তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারিনি। বাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছি। বাসে থাকা ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তেমন গুরুতর নয়।’
সারাবাংলা/আইসি/এনজে