নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত
২৪ জানুয়ারি ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোছেন (৩৫) ও মো. আরিফ উল্লাহ (৩২) নামে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী ।
স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি মিয়ানমার সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় কাঁটাতারের পাশ্ববর্তী এলাকায় গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয় দুই বাংলাদেশী যুবক। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, মাইন বিস্ফোরণে আহত হয়েছে আলী হোছেন এবং আরিফ উল্লাহ। তারা মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিল।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে আলি হোছেন ও আরিফ উল্লাহ নামে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনজে