Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরি, ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৪:২৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪

তালা ভেঙে বিদ্যালয় কক্ষে চুরি। ছবি: সারাবাংলা

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের আলমারিতে থাকা ৩০ হাজার টাকা, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, বোর্ডের অনুমোদন, উপবৃত্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ সেটি অভিযোগ হিসেবে নথিভূক্ত করেছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চুরির এ ঘটনা ঘটে। তবে ঘটনার ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘খবর পেয়ে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারির তালাও ভাঙা। আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিসহ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনের সমস্ত তার কেটে নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়টি অ্যাড. শহিদুল ইসলাম তোতা কোন সরকারি সহায়তা ছাড়া তার নিজ অর্থায়নে পরিচালনা করেন। এটিকে ধ্বংস করার জন্য এমনটা করছে। ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য প্রয়োজনীয় নথি চুরি হতে পারে। এটা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিদ্যালয়রে সভাপতি শহিদুল হক তোতা বলেন, ‘এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন। চুরির ঘটনায় প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দিয়েছেন।’

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

চুরির ঘটনা ঝালকাঠি বরিশাল মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর