দুর্বৃত্তের হামলার শিকার সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
স্পেশাল করেসপন্ডেন্টে
২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৮
২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৮
ঢাকা: সারাবাংলা ডটনেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গোপীবাগের অভয়দাস লেনে তিনি হামলার শিকার হন।
হাবিবুর রহমান জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝার আগেই মাথায় আঘাত শুরু করেন। এ সময় তিনি গুরতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, ওই এলাকার আশেপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেখানে প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
সারাবাংলা/ইউজে/এইচআই