অখ্যাত ক্রিকেটারকে বোলিং কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৮
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র অল্প কিছুদিন। টুর্নামেন্ট শুরুর আগে নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া। স্টার্ক-হ্যাজলউডদের বোলিং কোচ হিসেবে কোচিং স্টাফে জায়গা করে নিলেন কখনোই আন্তর্জাতিক ক্রিকেট না খেলা অ্যাডাম গ্রিফিথ।
দুই মাস আগেই পেস বোলিং কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জাতীয় দলের পেসারদের সাথে কাজ করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও কাজ করতে হবে নতুন কোচকে, বোর্ড চাইছিল এমন কাউকেই নিয়োগ দিতে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বহুদিনের অভিজ্ঞ কোচ গ্রিফিথকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে কেনো গ্রিফিথের মতো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারকে নেওয়া হলো, সেটার ব্যাখ্যা দিয়েছেন কোচ ম্যাকডোনাল্ড, ‘আমি অ্যাডামের মতো কোচকে পেয়ে দারুণ খুশি। সে তার ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। আমাদের কোচিং স্টাফের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সব ফরম্যাটে তার দক্ষতা নতুন পেস বোলার তৈরিকে মূল্যবান অবদান রাখবে।’
তাসমানিয়ার হয়ে দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন গ্রিফিথ। অবসরের পর মনোযোগ দেন কোচিংয়ে। বেশ কয়েকবার অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বিগ ব্যাশ, আইপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই দায়িত্ব শুরু হবে গ্রিফিথের।
সারাবাংলা/এফএম