Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:০৫

কুড়িগ্রামের সরকারী কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

কুড়িগ্রাম: উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। জামায়াতের কর্মী সম্মেলনে আমির আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে, সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কুড়িগ্রামের সরকারী কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে আমির বলেন, ‘১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা করে প্রকাশ করে দেয়া হোক। আমি অপরাধী হলে আমার নামও প্রকাশ করা হোক। বাংলাদেশের মানুষ জানুক এরা কারা। বাংলাদেশের যত জায়গায় অমুসলিম ভাইদের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগে আওয়ামী লীগ জড়িত ছিল। কিন্ত সবার আগে নাম আসে জামায়াতের।’

তিনি আরও বলেন, আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পুর্ণ নিরাপদ। তার প্রমান বর্তমান বাংলাদেশ।

আওয়ামী লীগ বলেছিল, কোন দিন যদি তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয় তাহলে তাদের ৫ লক্ষ নেতাকর্মীকে আমরা খুন করবো। তাদের নেতৃবৃন্দের দফায় দফায় মিথ্যাচার বাস্তবায়িত হয়নি। ৫ লক্ষ লোক মানুস মারা যায়নি। এদেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে উসকানী দিলেও তারা সে উসকানী ওদের মুখের উপর ছুড়ে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির।

বিজ্ঞাপন

ডা: শফিকুর রহমান আরও বলেন, তিস্তা মহাপরিকল্পণা বাস্তবাযন হওয়ার কথা। কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে। ফ্যাসিস্ট সরকারের কারনে এটা হয় নাই। কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে। সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্য আমরা রাজনৈতি করি।

ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, কুড়িগ্রাম জেলার সাবেক আমির আজিজুর রহমান স্বপন, জেলা জামায়াতের আমির মো. আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। সেই সাথে কর্মী সভায় জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

আমির কুড়িগ্রাম জামায়াতে ইসলামী সম্মেলন

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর