Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরল সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২০:১১

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত। ছবি: সারাবাংলা।

দিনাজপুর: বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আলামিন (২৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সীমান্তের ৩২৩ নম্বর পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

কৃষক আলামিন হোসেন দ্বীপনগর গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আলামিন এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ ৬ সদস্য এসে তাকে ধরে ভারতে গোড়া বিল ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। তবে কী কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক চলছে এরপর কৃষক আলামিন হোসেনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনায় পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের বিরাজ করছে।

সারাবাংলা/এসআর

দিনাজপুর বিএসএফ বিরল সীমান্ত

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর