Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৩০

গ্রেফতার আবদুর রহমান (২১)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহমান (২১) কক্সবাজারের টেকনাফ ক্যাম্প-২৪ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ সারাবাংলাকে জানান, মইজ্জ্যারটেক এলাকায় পুলিশের চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি শরীফ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনছিল বলে আমাদের জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/এমপি
বিজ্ঞাপন

আরো