Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ড-ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৩

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা একাদশের অধিনায়ক কামিন্স

২০২৩ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছিল তাকে। টানা দ্বিতীয় বছরের মতো আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। কামিন্সকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের বর্ষসেরা একাদশ।

এবারের বর্ষসেরা টেস্ট একাদশে দাপট ইংল্যান্ডের। ২০২৪ সালে বছরজুড়েই এই ফরম্যাটে ভালো পারফর্ম করা ইংল্যান্ড থেকে একাদশে জায়গা করে নিয়েছেন ৪ জন ক্রিকেটার। ভারত থেকে আছেন ৩ জন, নিউজিল্যান্ড থেকে আছেন ২জন, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে ক্রিকেটার। একাদশের অধিনায়কত্ব দেওয়া হয়েছে কামিন্সকে।

বর্ষসেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কোনো ক্রিকেটারের।

বিজ্ঞাপন

একাদশের ওপেনিংয়ে আছেন ভারতের তরুণ সেনসেশন ইয়াসাভি জসওয়াল ও ইংল্যান্ডের বেন ডাকেট। এরপর তিনে নামবেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। পরের দুই পজিশনে নামবেন দুই ইংলিশ ক্রিকেটার জো রুট ও হ্যারি ব্রুক। একমাত্র শ্রীলংকান হিসেবে একাদশে আছেন কামিন্দু মেন্ডিস।

উইকেটকিপার হিসেবে থাকছেন ইংল্যান্ডের জেমি স্মিথ। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জায়গা করে নিয়েছেন একাদশে। তিন পেসার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রীত বুমরাহ।

বর্ষসেরা টেস্ট একাদশ- ইয়াসাভি জসওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরাহ।

সারাবাংলা/এফএম

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ ইংল্যান্ড ভারত

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর