Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদরাসা শিক্ষকদের পদযাত্রা

স্পেশাল করেসপডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২০:১১

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আগামী রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন মাদরাসা শিক্ষকরা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে একটি স্মারকলিপি দিবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৯ জানুয়ারি থেকে আমাদের অবস্থান কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে কেউ কোনো আশ্বাস দেননি। এমনকি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেননি। এ কারণে আগামী ২৬ জানুয়ারি অবস্থান ধর্মঘট থেকে সব শিক্ষককে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে এবং স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এ সময় আরও ছিলেন– আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

ইবতেদায়ি মাদরাসা মাদরাসা শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর