লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে চান রিশাদ
২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
বিগ ব্যাশে দল পেয়েও শেষ পর্যন্ত সেখানে খেলা হয়নি তার। বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে আসন্ন পাকিস্তান সুপার লিগে। এক ভিডিও বার্তায় রিশাদ বলছেন, পিএসএলে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে চান তিনি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভালো কিছু করার স্বপ্ন দেখছিলেন রিশাদ। তবে বিপিএলের সাথে সূচি মিলে যাওয়ার হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠে নামা হয়নি তার। বিগ ব্যাশে খেলতে না পারার আক্ষেপটা নিজেই জানিয়েছিলেন রিশাদ।
ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিলে দারুণ পারফর্ম করছেন রিশাদ। বিগ ব্যাশে খেলতে না পারলেও পিএসএলে খেলার অপেক্ষায় তিনি। সিলভার ক্যাটাগরিতে তাকে ২৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছিল লাহোর।
পিএসএলকে সামনে রেখে এক ভিডিও বার্তায় রিশাদ বলছেন, প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে নেমে দলকে শিরোপা জেতাতে চান তিনি, ‘আসসালামু আলাইকুম। আমি রিশাদ হোসেন। পিএসএলের দশম আসরে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। এমন একটা চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পারব, এতে আমি গর্বিত। ভক্তদের উদ্দেশে আমি একটা কথাই বলতে চাই- সবাই দোয়া করবেন আমি যেন সেরাটা দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে পারি এবং নিজের সর্বোচ্চ দিয়ে পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রদর্শন করতে পারি। শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ পিএসএলে।’
পিএসএলে গত আসরে শিরোপা না জিতলেও তার আগের দুই আসরে টানা শিরোপা জিতেছিল লাহোর। শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে এবার শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে লাহোর।
সারাবাংলা/এফএম