Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে লেখক ফোরামের ২ দিনব্যাপী নবীনবরণ, লেখা প্রদর্শনী ও কর্মশালা সম্পন্ন

কুবি করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৯

কুবি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নবীনবরণ, লেখা প্রদর্শনী ও কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ও শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রথম দিন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম আলোচক হিসেবে এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মদ সজীব প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার কলা ও মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মুতাসিম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান আলোচক হিসেবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন ( জেইউডিও) এর সাবেক সভাপতি, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও উপদেষ্টা সানজিদা ইয়াসমিন লিজা, প্রগতি বইঘরের কো-ফাউন্ডার সাকিব মীর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মাদ রাজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

দুই দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠ সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গনে লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. নাহিদা বেগম ‘লেখার কাঠামো, শুদ্ধতা ও নতুনত্ব’ বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সজীব প্রধান ‘কলাম ও ফিচার লেখার কলাকৌশল’ ও ‘সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব’ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। এদিকে নবীন শিক্ষার্থীদের জন্য প্রগতি বইঘরের সৌজন্যে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রকাশিত কলাম, ফিচার, চিঠিপত্র, নিবন্ধ, কবিতা, গল্প ইত্যাদি প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ‘মানসম্মত নিবন্ধ প্রস্তুতকরণ’ বিষয়ে আলোচনা করেন। লেখক ও গবেষক জাকারিয়া পলাশ ‘Fact to Fascination: Creative Hacks for Nonfiction Writing’ এর ওপর আলোচনা করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ ও ২০২৩-২৪ কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, ‘সাংবাদিকের দায়িত্ব শুধু সাংবাদিকতা করা নয়। সমাজ সংস্কারক হিসেবে ভূমিকা রাখা তাদের অন্যতম দায়িত্ব। তোমরা যখন শিরোনাম লিখবে, তখন এমন শিরোনাম লিখবে না যেখানে শিরোনামের সঙ্গে আলোচনার বিষয় মিল থাকে না।’

তিনি আরও বলেন, ‘নিবন্ধ লেখার সময় আকর্ষণীয় বিষয় নিয়ে লেখতে হবে। তথ্য নেওয়ার ক্ষেত্রে পাঠকের মানসিকতা বুঝতে হবে। পান্ডিত্যের ভাষায় লেখতে হবে। সাধু ও চলিত ভাষা একসঙ্গে লেখা যাবে না। অতি কথন লেখা যাবে না। আঞ্চলিক ভাষায় লেখা যাবে না। বাস্তবসম্মত বিষয় নিয়ে লিখতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘ফোরামের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দুই দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান সফল করার পেছনে যাদের অবদান তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব। আলোচক, প্রশিক্ষক, সম্মানিত অতিথিরা,কার্যনির্বাহী কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা লেখক সম্মেলনের আয়োজন করবে ইনশাআল্লাহ।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর