Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪২

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে নরসিংদী পৌর পার্কে মেলার উদ্বোধন করা হয়।

চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা, ইফরান আহমেদ মোল্লা, এনায়েত সারজিদসহ অন্যরা।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এতে ১০৫টি স্টল বসেছে।

সারাবাংলা/এসআর

নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর