Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২৩:২৭

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকালে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন, ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানান।

বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ১২ জনের বেশি শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসাবশেষ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোলটে।

বিজ্ঞাপন

কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর