Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২০:১৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২৩:২৭

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী পৌর শহরের বাসচাপায় শাকিব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জামেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব পলাশবাড়ী পৌর শহরের শিবরামপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান (তদন্ত) জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই