‘বিএনপি কখনো আঁতাতের রাজনীতি করে নাই’
২৪ জানুয়ারি ২০২৫ ২০:২৮
ঢাকা: ‘বিএনপি কখনো আঁতাতের রাজনীতি করে নাই’ বলে মন্তব্য করেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর সবুজবাগে আয়োজিত এক দোয়া-মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দূর্বলতা মনে করতে পারেন। তাদেরকে মনে রাখতে হবে, এ দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল, তেমনি এ দলের অনেক নেতাকর্মীর সীমাহীন ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি আপস করতে জানে না। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের রাজনীতি কখনোই করে নাই বিএনপি। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপস করে আন্দোলন স্থগিত করার ঘোষণা করেছিল, তা কিন্তু জাতি ভুলে যায়নি।’
ডা. রফিক বলেন, ‘একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য খাতসহ সব খাতে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।’
তিনি বলেন, ‘বিএনপি গণমানুষের দল। এই দলের একজন কর্মী হিসেবে আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, জীবন দিয়েছে। বর্তমান সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।’
ডা. রফিক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার দল বিএনপি সব সময় যেকোনো দুর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে দেশকে আরও এগিয়ে নিতে বিএনপি প্রতিজ্ঞবব্ধ।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য হাবিবুর রশীদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, যুবদলের সাবেক সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. জাভেদ, মাকসুদ আতাউর প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই