Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই বিপ্লবের সৈনিকরা বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দেবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২০:২৯

বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা।

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা বয়োবৃদ্ধ হলেও এদেশে জুলাই বিপ্লবের সৈনিকরা যতদিন বেঁচে আছে, ততদিন এই দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জুরাইন কবরাস্থান রোডে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং ৩১ দফার আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘এখন নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে। ফ্যাসিবাদকে পরাজিত করার পরে জাতি গণতন্ত্রে ফিরবে— এটাই তো বাস্তবসম্মত। গণতন্ত্রে ফেরার জন্য একমাত্র পথ হল নির্বাচন। জাতিকে যদি নির্বাচনের মধ্যে নিয়ে যাওয়া না হয়, তাহলে গণতন্ত্র ফিরে আসার দ্বিতীয় কোনো পথ আছে বলে মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান, তারা নির্বাচনের কথা বলছেন। আর যারা নির্বাচনের কথা সহ্য করতে পারছেন না, তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফসল ছিল। বিগত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছে। আমাদের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারত না।’

সাইফুল ইসলামা বলেন, ‘গত ১৭ বছর ধরে এদেশে যে সীমাহীন লুটপাট হয়েছে। এত লুটপাট পৃথিবীর আর কোথাও হয়নি। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এদেশটা যতদ্রুত সম্ভব নতুন করে সাজাতে হবে। আর এরজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। আর যে ভোটের অধিকারের জন্য এত রক্ত ঝড়ল, সেই ভোট নিয়ে এখনও চক্রান্ত চলছে।’

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদারের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন, হাজী নাসির আহমেদ মোল্লা, ইমতিয়াজ আহমেদ টিপু, তরিকুল ইসলাম পলাশ, মো. মফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া, আজিজ মুন্সী স্বপন শামীম রেজা, পিন্টু চৌধুরী ও মুরাদ মামুন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপি শীত বস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর