Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ সন্ত্রাসী হোয়াইট গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২১:৪৪

কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে

খুলনা: খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াসির আরাফাত খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে। এ ছাড়া নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সে খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ আটটি মামলা রয়েছে।’

সারাবাংলা/এইচআই

কাজী ইয়াসির আরাফাত খুলনা শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর