Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অবরোধ-বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২২:০২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২২:০৭

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাবের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে টায়ার জ্বালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, বহিরাগত বহিরাগত’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বহিরাগতদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘প্রক্টরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘প্রক্টরের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর অভিমুখে আগাতে থাকেন বিক্ষোভকারীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে রাত ৯টার দিকে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। আগামীকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে নিহত শিহাবের বন্ধু শ্রাবণ বলেন, ‘শ্রাবণ আমার খুব কাছের বন্ধু। ছোটবেলা থেকে আমি আর শিহাব একসঙ্গে বড় হয়েছি। গতকাল আমার বন্ধুকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমাদের সামনে চাই।’

রাজশাহী নগরীর মেহেরচন্ডী এলাকার শামীম বলেন, ‘আমরা নিশ্চিত নই যে কে বা কারা শিহাবকে মেরেছে। আমরা চাই যারা শিহাবের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার হোক। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমাদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিতে হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুল শিহাব নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মৃত্যুকে সড়ক দুর্ঘটনা দাবি করলেও স্থানীয়দের দাবি এটি হত্যাকাণ্ড।

সারাবাংলা/এইচআই

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাজশাহী কলেজ রাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর