ঢাকা: বেক্সিমকোর মালিক সালমান এফ রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। শনিবার (২৫ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা শাখার সভাপতি খোরশেদ আলমসহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, বেক্সিমকো শ্রমিকদের ২১ ও ২২ জানুয়ারির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে খোরশেদ আলমসহ অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ২২ জানুয়ারি কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশটি যখন শেষ পর্যায়ে তখন একদল বহিরাগত দুষ্কৃতকারী লাঠিসোটা হাতে মঞ্চের দিকে এগিয়ে আসে। সমাবেশের মাইকের তার কেটে দেয় এবং মঞ্চ ভাঙচুর ও নেতাদের ওপর হামলা করার চেষ্টা করে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, সেদিন শ্রমিকদের প্রতিরোধে দুষ্কৃতকারীরা পিছু হটে এবং রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করে। কারা ভাঙচুর করেছে তার রেকর্ড সরকারিসহ বিভিন্ন মাধ্যমেও রেকর্ড আছে। সরকারি বিভিন্ন সংস্থা ড্রোন উড়িয়ে পুরো সমাবেশস্থল পর্যবেক্ষণে রেখেছিল। ফুটেজ ব্যবহার করেই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে।
বিবৃতিতে বলা হয়, খোরশেদ আলম সমাবেশ মঞ্চে উপস্থিত ছিল। যারা গাড়ি ভাঙচুর, কারখানায় আগুন দিয়েছে তারা ঐ সমাবেশের আশেপাশে ছিল না। বেক্সিমকোর সাধারণ শ্রমিকরা খোরশেদসহ অন্যান্য নেতাদেরকে নিরাপদে সমাবেশ মাঠের বাইরে নিয়ে যান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, অতীতের স্বৈরাচারের মতো আসল অপরাধীদের আড়াল করতেই নিরাপরাধ খোরশেদ আলমদেরকে গ্রেফতার-নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে খোরশেদ আলমসহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও হয়রানী বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে নেতাদের দমন নয়, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কর্মস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।
বিবৃতিতে সই করেন— বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।