Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দি বিনিময়
মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২১:৫২

ফিলিস্তিনিদের বহন কারি গাড়ি

যুদ্ধবিরতি চুক্তির অধীনে বন্দি বিনিময়ের দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে চার ইসরায়েলি নারী সেনাকে।

শনিবার (২৫ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা শহরের ফিলিস্তিন স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হামাস আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে।

প্রতিবেদনে আর বলা হয়, পরে ইসরায়েল জানিয়েছে যে তাদের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

আল জাজিরার জানিয়েছে, তালিকাভুক্তদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭৯ জন দীর্ঘ মেয়াদের সাজাপ্রাপ্ত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বয়স্ক বন্দির বয়স ৬৯ এবং সবচেয়ে ছোট বন্দির বয়স ১৫।

প্যালেস্টাইন স্কয়ার থেকে আল জাজিরার প্রতিবেদক এই মুক্তিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে (১৯ জানুয়ারি) তিন জিম্মির বিনিময়ে ইসরায়েল ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এ ছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল ইসরায়েল-হামাস ফিলিস্তিনি বন্দি বিনিময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর