উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার চান নুর
২৫ জানুয়ারি ২০২৫ ২০:২৮
ঢাকা: অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে গেলে দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আয়োজনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনায় সভা তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে।
অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে নুরুল হক নূর বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুর।
তিনি বলেন, ছাত্রনেতারা কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে। অতীতে যারাই সরকার গঠন করেছে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। বিতর্কিত শিল্পগোষ্ঠী বসুন্ধরার সঙ্গে বিভিন্ন মারফতে উপদেষ্টাদের কেউ কেউ আলোচনা চালাচ্ছে। শোনা যাচ্ছে, সৌদি আরব গিয়েও মিটিং হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, একটি সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে গণঅধিকার পরিষদ রাজনৈতিক ভিত্তি গড়েছে। আমরা অনেক আগেই বলেছি, একই ব্যক্তি দুইবারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন সংস্কার কমিশনের একই সিন্ধান্ত আমরা সাধুবাদ জানাই। আমরা ভারসাম্যমূলক সংসদ ও সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। যা নিয়ে এখন আলোচনা চলছে।
নুর বলেন, সরকারি চাকরিতে বর্তমান গ্রেডে বেতনের যে বৈষম্য রয়েছে তা দূর করা প্রয়োজন। ২০ টি গ্রেডের প্রয়োজন নেই, ৪-৫টি গ্রেড থাকতে পারে। সরকারি সব অফিসে ঘুষ, দুর্নীতি বন্ধে যদি চাকরিজীবিদের বেতন বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে বাড়াতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা উচিত। পেশি শক্তি প্রদর্শন বন্ধ করতে হবে। সেগুলো নিয়ে আলোচনা না করে যারা আন্দোলন করেছে সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, জাতীয় সরকার ছাড়া কোনো ভাবেই সংস্কার সম্ভব নয়। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় বসাতে চায় না। জাতীয় সরকার গঠনের বিষয়ে উপদেষ্টা নাহিদ বলছে, তারা জাতীয় সরকার চেয়েছিল তবে বিএনপি জাতীয় সরকার চায় না।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, কেনো উপদেষ্টারা বিএনপিকে বলছে, তারা ১/১১ চায়? বিএনপি তো ১/১১ এর সবচেয়ে বড় ভুক্তভোগী। বরং শোনা যাচ্ছে এই সরকারের কোনো কোনো উপদেষ্টার আশপাশে ১/১১ এর কুশীলবরা ঘুরাফিরা করছে। মানুষের মনে উদ্বেগ, এই সরকার ব্যর্থ হয়ে আরেকটি ১/১১ সৃষ্টি করে কি না। আমরা সরকারকে বলব, ব্যর্থ হবেন না। সকল রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের শক্তিকে নিয়ে বসুন। আলাপ আলোচনার মাধ্যমে রোডম্যাপ প্রকাশ করুন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি করার ফলাফল ভাল হবে না। এই সরকার এখনো সফলতার মুখ দেখতে পারেনি। বরং পদেপদে ব্যর্থ হয়েছে। এখনো কেন শেখ পরিবার, আওয়ামী হাইকমান্ড ও তৃণমূল থেকে আওয়ামী পাণ্ডাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন শহিদ পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে না, শহিদ ও আহতদের সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না? কেন নিত্যপণ্যের দাম না কমিয়ে ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো? সরকারের এসব ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর ওপর চাপানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়ছেন, জামায়াতে ইসলামীর আমীরসহ তো অনেক রাজনৈতিক নেতারা এমন বক্তব্য দিয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা করা, রোডম্যাপ ও নির্বাচন চাওয়া কি অপরাধ? বরং সরকার যৌক্তিকভাবে সবকিছুর সমাধান না করে জটিলতা সৃষ্টি করছে। এভাবে জটিলতা সৃষ্টি করলে আরেকটি ১/১১ তৈরি হবে।
বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি ডা. জাফর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল আলম, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, দফতর সম্পাদক রেজওয়ান রূপ দীনেশ, আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক জনাব সৈয়দ তানভীর ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রনি, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই
গণঅধিকার পরিষদ গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি নুরুল হক নুর