Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো স্বাভাবিক হয়নি মতিঝিল-উত্তরা মেট্রোরেল চলাচল

স্পেশাল করেসপডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২০:৪২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২২:৩৪

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল এখনো স্বাভাবিক হয়নি। দুপুর থেকে মতিঝিল-পল্লবী পথে চলছে মেট্রোরেল। যান্ত্রিক ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ছাড়া ৩০ মিনিট পর পর আসছে একেকটি ট্রেন। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

শনিবার (২৫ জানুয়ারি) পল্লবী মেট্রোস্টেশনে যাত্রীদের প্রচুর ভীড় দেখা গেছে।

বিজ্ঞাপন

মতিঝিল থেকে আসা ট্রেন পল্লবীতে যাত্রী নামিয়ে ওই পথেই ফিরে যাচ্ছে মতিঝিল। স্টেশন থেকে উত্তরা পথের যাত্রীদের ট্রেনে উঠতে না করা হচ্ছে বার বার। তারপরেও কাশফিয়া নামের এক নারী ট্রেনে উঠে পড়েছেন। যখন জানলেন ট্রেন উত্তরা যাবে না, পরে তিনি শেওড়াপাড়া নেমে যান। তিনি বলেন, আমি শুনতে পাইনি এ ট্রেন উত্তরা যাবে না। এখন বিপদ আরও বাড়ল।

প্রতিটি ট্রেনে যাত্রী ঠেসে যাতায়াত করছে। বার বার বলা হচ্ছে ট্রেনের দরজা থেকে দূরে অবস্থান করতে। ট্রেনের মধ্যে সবচেয়ে ভোগান্তিতে নারী, শিশু ও প্রবীনরা। সিট তো নেই, ঠিকভাবে দাঁড়ানোই যাচ্ছি না। দাঁড়িয়ে থাকা যাত্রীরা গরমে হাসফাস করছেন এই শীতেও।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৪৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভর্তি পরীক্ষার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। ওই সময় যাত্রীরা মেট্রোরেলের একটি কোচের দরজা পর্যন্ত এসে পড়ায় ওই দরজা বন্ধ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এইভাবে দরজা খোলা থাকায় ১০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আবার দুপুর ১টা ৩৯ মিনিটে উত্তরা অংশে অটোমেটিক ট্রেন সুপারভিশনে (এটিএস) সমস্যা দেখায় ট্রেন চলাচল বেশখানেক সময় বন্ধ থাকে। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে কেবল পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। মাঝে কিছু সময় এই পথেও ট্রেন বন্ধ থাকে। এরপর আবার চলাচল শুরু হয়। যা এখনো চলছে। এ বিষয়ে ডিএমটিসিএল এর কাউকে ফোনে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই

ডিএমটিসিএল মেট্রোরেল

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর