চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি
২৬ জানুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৭
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গত ১৬ দিনে এ জেলার তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করেছে। প্রতিদিন রাত থেকে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে রোদের।
রোববার (২৬ জানুয়ারি) চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
এ জেলায় তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। গত ৩দিন সকালে সূর্যের দেখা মেলেনি। দুপুরের পর সূর্যের দেখা মেলে। এ জেলার তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় মানুষের কর্মজীবনে স্থবিরতা বিরাজ করছে। সকাল থেকেই মানুষ তাদের কাজকর্ম শুরু করতে পারছে না। দুপুর থেকে মানুষের স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে। দিন মজুররা সব চেয়ে বেশি সমস্যায় রয়েছে। শীতে তারা অনেকটাই কর্মহীন হয়ে পড়েছে।
সারাবাংলা/এমপি