Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট শিবিরে আবার চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৮

বিপিএলে আর খেলা হচ্ছে না টপলির

এবারের বিপিএলে প্রতিপক্ষের মতো চোটকেও সমানভাবেই সামাল দিতে হয়েছে তাদের। বিপিএলের শেষভাগে সিলেট স্ট্রাইকার্স হারাল আরেকজন ক্রিকেটারকে। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরছেন সিলেটের ইংলিশ পেসার রিচার্ড টপলি।

টুর্নামেন্ট চলার মাঝে বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে সিলেট। রহিম কর্নওয়ালকে হারিয়ে বেশ বড় ধাক্কা খান তারা। এরপর ইনজুরিতে পড়েন পেসার তানজিম সাকিব। গত ম্যাচের পর সিলেট অধিনায়ক আরিফুল জানিয়েছিলেন, একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এসবের মাঝেই সিলেট পেল আরেকটি দুঃসংবাদ। টুর্নামেন্টের ঢাকা পর্বে আর খেলতে পারবেন না তিনি। সিলেট জানিয়েছে, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়াও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি, ব্যথা আছে কুঁচকিতেও। এই কারণেই আর বিপিএলে খেলতে পারছেন না তিনি।

এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছিলেন টপলি। সিলেটের হয়ে অবশ্য খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ৭ ম্যাচ খেলে নিয়েছেন মত্র ৪ উইকেট, ইকোনমি ছিল ৯.৭৫।

গ্রুপ পর্বে এখনো তিনটি ম্যাচ বাকি সিলেটের। টপলির বিদায়ের পর একাদশে সাজানো যেন আরও কঠিন হয়ে গেল তাদের জন্য।

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৫ রিচার্ড টপলি সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর