Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে লুট হওয়া গুলি মিলল ডাকাতের আস্তানায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৩:০৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৬

উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া গুলিগুলো কোনো থানা থেকে লুট করা হয়েছিল।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিংয়ের ঝরণাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) ও আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহলাদ ইবনে জামিল সারাবাংলাকে বলেন, ‘আমরা শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার আস্তানার মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় আমরা জব্দ করি।’

তিনি আরও বলেন, ‘অভিযানে আমরা এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি জব্দ করেছি। আমাদের ধারণা উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক ব্যবহারের জন্য নির্ধারিত, যা হয়তো কোনো থানা থেকে লুট করা হয়েছিল।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত সর্বস্তরের মানুষের বিজয়োল্লাসের মধ্যে চট্টগ্রাম নগরীর অন্তত ১১টি থানা আক্রমণ করা হয়। আগুন দেওয়া হয় আটটি থানায়। ছয়টি থানা থেকে লুট করে নেওয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।

সারাবাংলা/আইসি/এমপি

অস্ত্র উদ্ধার চট্টগ্রাম থানা থেকে লুট হওয়া গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর