Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সক্ষমতা বাড়াতে ৩ কোটি টাকা চায় পরিকল্পনা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:১১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বাড়াতে ৩ কোটি ২১ লাখ টাকা চায় পরিকল্পনা মন্ত্রণালয়। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে (আরএডিপি) এ বরাদ্দ চাওয়া হয়েছে। ‘পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।

প্রকল্পের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানান, এটি বাস্তবায়নে ২৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের চলতি জানুয়ারি পর্যন্ত ক্রমপুঞ্জিভূত আর্থিক অগ্রগতি ৪১ দশমিক ২৩ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৮৩ দশমিক ৬ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে ৬ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এখন আরএডিপিতে ৩ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) ১৭তম সভা। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ সোবহান।

সভার একটি সূত্র জানায়, প্রকল্প পরিচালক সভায় বলেন, এ পর্যন্ত আরটিপিপির সংস্থান করা ৪৫টি স্থানীয় প্রশিক্ষণ মডিউলের মধ্যে ৩৭টি মডিউলের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণের অন্যান্য মডিউল কর্মপরিকল্পনা অনুযায়ী চলমান আছে, যা চলতি বছরের জুনে শেষ হবে।

প্রকল্প দলিলে সংস্থান করা স্থানীয় ১৪টি সেমিনার বা কর্মশালার মধ্যে ১১টি সেমিনার, কর্মশালা এরমধ্যে আয়োজন করা হয়েছে। ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের ৬টি ব্যাচের (১৫০ জন) মধ্যে ৩টি ব্যাচ (৭৫ জন) শেষ হয়েছে । ১টি ব্যাচের প্রশিক্ষণ এনএপিডিতে চলমান আছে। প্রকল্পের বৈদেশিক শিক্ষা সফর অঙ্গে ৬ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা অব্যয়িত আছে, সরকারিভাবে বৈদেশিক শিক্ষা সফর বন্ধ থাকায় এ খাতে কোন ব্যয় হয়নি।

বিজ্ঞাপন

ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট (ডিএমপি) কোর্সের ২টি ব্যাচ এক সঙ্গে একই প্রতিষ্ঠান অথবা অন্য কোন প্রতিষ্ঠানে শুরু করা যায় কি না- সচিবের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রকল্প পরিচালক বলেন, ডিএমপি কোর্সটি ৬ মাস মেয়াদী এবং প্রকল্পের শুরু থেকে এই কোর্সটি ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে (এনএপিডি) ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের কর্মপরিকল্পনায় ২টি ডিএমপি কোর্স উল্লেখ থাকলেও প্রশাসনিক অনুমোদনে দেরি হওয়ায় কোর্সটির প্রথম ব্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। পরবর্তীতে অনুমোদন প্রাপ্তির পর এনএপিডিতে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে একই সঙ্গে ২টি কোর্স চালানোর জন্য পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় বিষয়টি প্রকল্প পরিচালককে অবহিত করা হয়। সমধর্মী অন্য প্রতিষ্ঠান যেমন-ন্যাশনাল একাডেমি ফর ডেভলপমেন্ট এ্যাডমিনিস্টারেশনে (এনএপিডি) ডিএমপি কোর্স আয়োজন করার বিষয়ে যোগাযোগ করা হলে জানা যায়, প্রতিষ্ঠানটি নতুন এবং কোন ডিপ্লোমা ডিগ্রী দেওয়ার জন্য সরকারিভাবে স্বীকৃত নয়। সে জন্য এনএপিডিতে একটি কোর্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকল্প পরিচালক পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনে কর্মরত কর্মকর্তাদের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রদত্ত কোর্সগুলোর চাহিদা থাকায় আন্তঃঅঙ্গ সমন্বয় করে পিআইসি সভার সুপারিশ মোতাবেক প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ প্রকল্প সংশোধনের প্রস্তাব করেন।

এক্ষেত্রে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিনিধি বলেন, পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনে নতুন নতুন কমকর্তা যোগদান করায় প্রকল্প ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি সহ সমসাময়িক নীতি-নির্ধারন সম্পর্কিত বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/জেজে/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর