সুনামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর আটক
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১০
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে রাজিয়া বেগম (২২) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা-পুলিশ।
গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীনগর গ্রামে এক গৃহবধূকে বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা শান্তিগঞ্জ থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই গৃহবধূর মা ও ভাই রাজিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুললে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘এক গৃহবধূ গভীর রাতে পরিবারের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আত্মহত্যা নাকি হত্যা এই ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।’
সারাবাংলা/এমপি