Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা সমস্যায় বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১১:৪৪

সেমিনারে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঢাকা: বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এ জন্য নারী ও শিশুরা এখনো বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত ”ডিসটিমিনিসন ওয়ার্কাশপ এন্ড ডায়লগ ইভেন্ট অন জেন্ডার ভায়োলেন্স এন্ড ইনসিকিউরড ইন দি রোহিঙ্গা রিফিউজি ক্যান্প ইন বাংলাদেশ নিউ ইনসাইডস এন্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুই মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টিম গঠন করেছি। যেখানে আমরা নির্যাতনের খবর পাব, সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

শারমীন এস মুরশিদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা নতুন কিছু উদ্যোগ নেব। যেন এখানকার নারী ও শিশুরা ঝুঁকিমুক্ত থাকে। তাদের সঠিক সেবা দেওয়ার জন্য কি কি ধরনের উদ্যোগ নিতে হবে সেটা আগে আমরা খুঁজে বের করব। সেই মাফিক কার্যক্রম গ্রহণ করব।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিট্রিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডা. বেঞ্জামিন এটজল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের প্রফেসর সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতার গবেষণার মূল ফলাফলের এবং নীতি সুপারিশ উপস্থাপনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এনজে

উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা সমাধান সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর