Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকও এর সদস্য ছিলেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৬

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকা: লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান দুই বার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার আবেদন করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি বলেছেন, এটা হচ্ছে সেই বাংলা একাডেমি, এখন যে বর্তমান মহাপরিচালক তিনিও এর সাধারণ সদস্য ছিলেন না।

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির পুরস্কার স্থগিতের বিষয়ে উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভুল করে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়।

বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার প্রক্রিয়াকেও অদ্ভুত বলে মন্তব্য করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় নির্বাচিত ৩০ ফেলো যাদের নাম সুপারিশ করেন, কমিটিকে তাদের মধ্য থেকেই পুরস্কার দিতে হয়। এসবসহ সম্পূর্ণ বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

খ্যাতিমান লেখকদের অনেকেই বাংলা একাডেমির সদস্য নন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নেই। কারণ, এই একাডেমিটা এমনভাবে আখড়া বানানো হয়েছে- একটা বিশেষ মতের, একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘এখন একটা সংস্কারের দিকে যাব। পরিচালন পদ্ধতি, নীতিমালা যা যা করার দরকার, যাতে এটা (বাংলা একাডেমি) একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যাতে জড় বস্তু হয়ে না থাকে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর