ঢাকায় সর্বত্র ঠান্ডা বাতাস, অন্যত্র ঘন কুয়াশা
২৭ জানুয়ারি ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৬
ঢাকা: সকাল থেকে উত্তরের ঠান্ডা বাতাসে এক রকম হিম শীতল শীত অনুভব হচ্ছে রাজধানী ঢাকায়। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারনে শীত অনুভব হচ্ছে। তবে দেশের অন্যান্য অঞ্চলগুলোর চিত্র ভিন্ন। কোথাও কোথাও ঘন কুয়াশা আবার কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশায় আচ্ছাদিত পথ ঘাট। আবহাওয়া অধিদফতর জানিয়েছে চলতি সপ্তাহের মাঝে বাড়তে পারে তাপমাত্রা। সেই সঙ্গে বৃষ্টির প্রবনতাও রয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবনতা নেই। বরং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবারের (২৮ জানুয়ারি) পূর্বাভাস বলছে, এদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম, সপ্তাহ শেষে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবনতা রয়েছে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এনজে