Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের পুকুর-দীঘি থেকে ৫ টুকরো দেহাংশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১০:৪৬

বরিশালে পুকুর-দীঘি থেকে মানবদেহের খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ

বরিশাল: বরিশাল নগরীর কাশিপুরে পুকুর ও দিঘী থেকে মানবদেহের খন্ডিত পাঁচ অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টা পর্যন্ত ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠি এলাকার হাতেম মীরের দীঘি ও আলতাফ মিয়ার পুকুর থেকে শরীরের অংশগুলো উদ্ধার করা হয়।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির সিকদার বলেন, হাতেম মীরের দীঘির পাড়ে এক শিশু খেলতে গিয়ে পায়ের কাটা অংশ দেখতে পায়। পরে ওই শিশু বিষয়টি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের কাটা অংশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, উদ্ধার করা পায়ের অংশ নিয়ে রওনা হওয়ার সময় দীঘির পশ্চিম দিকে আলতাফ মিয়ার পুকুরে পলিথিনের প্যাকেটে আরও একটি অংশ ভেসে থাকতে দেখে সেটিও উদ্ধার করা হয়। শরীরের অংশগুলো বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো পুরুষের শরীরের অংশ। অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনের মধ্যে ভরে কিছু অংশ এখানে এনে ফেলা হয়েছে। হাতের আঙ্গুল ও মাথা উদ্ধার না হওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যাবে না। আপাতত তথ্য প্রযুক্তির সহায়তা গ্রহণ ও সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তথ্য উদ্ঘাটনের জন্যে। অন্য অংশ এখানেই ফেলা হয়েছে কিনা সেটিও খুঁজে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার দেহাংশ পুকুর-দীঘি বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর