জয়িতা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের উচ্ছেদ বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি
২৭ জানুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:২৪
ঢাকা: রাজধানীর রাফা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ করার জন্য প্রধান উপদেষ্টা ও মহিলা ও শিশু মন্ত্রণালয় উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ফাউন্ডেশনটির নারী উদ্যোক্তারা। একইসঙ্গে জয়িতা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের বাদী জানান তারা।
সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তা মরিয়ম মান্নান, রুবিয়া হেলাল, কোহিনুর আক্তার, নার্গিস মাসুদসহ অনান্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জয়িতা ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ নারী উদ্যোক্তাদের সংস্থা। সারা দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমিতি নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠিত। ২০১১ সালে প্রতিষ্ঠানকালীন সময় থেকে আমরা এই সংস্থার অধীনে থেকে দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। এর মাধ্যমে আমরা নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত নারী সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কাজে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের প্রতিটি সমিতির মাধ্যমে শত শত নারী তাদের তৈরি করা পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে।
জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সারা পৃথিবীতে বাংলাদেশের নারী জাগরণের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক নানা সংস্থা সরকারকে সহযোগিতা করেছে। নিজেদের সাবলম্বী করার পাশাপাশি আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশ নিয়েছি।
সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তারা সাত দফা দাবি পেশ করেন। সেগুলো হচ্ছে-
১. রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ করতে হবে এবং নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসন করতে হবে।
২. আট বিভাগের আট জন নারী উদ্যোক্তাকে প্রতিনিধি বোর্ড অব গভর্নর বা BOG তে রাখতে হবে।
৩. যতদিন পর্যন্ত জয়িতা টাওয়ারের কাজ সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমাদের রাপা প্লাজায় ব্যবসা পরিচালনা করতে দিতে হবে।
৪. অবিলম্বে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন নারী উদ্যোক্তাদের লিখিতভাবে তালিকা প্রকাশ এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তালিকাভুক্ত করতে হবে।
৫. জয়িতা ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং এর গঠনতন্ত্রে নারী উদ্যোক্তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
৬. জয়িতা টাওয়ার ১২ তলা ভবনের দুটি ফ্লোরে, রাপা প্লাজার বিপণন ও ফুড কোর্টের ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সকল নারী সংগঠনের উদ্যোক্তাদের জয়িতা টাওয়ারে স্বশরীরে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিতে হবে এবং
৭. পূর্ণবাসনের মাধ্যমে এই নারীদের কর্মক্ষেত্রে বহাল রাখার দাবি জানাচ্ছি।
সারাবাংলা/এএইচএইচ/ইআ