Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪১

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: চরমোনাই পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমাবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন।

ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তার সঙ্গে আছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

সারাবাংলা/এজেড/ইআ

চরমোনাই পীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর