Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাদা দলের শিক্ষকদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৪

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

ঢাকা: ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

এ ঘটনায় ঢাবি প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাদা দলের শিক্ষক নেতারা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের আহ্বায়ক কমিটির নেতারা ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

ঢাবি ভিসির সঙ্গে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

এ সময় চলমান পরিস্থিতি নিয়ে সাদা দলের শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যেকোনো সঙ্কটে সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এছাড়াও সাদা দলের নেতারা ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণেই গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাবি সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর