Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেড় যুগ পর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২১:৫০

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৫২) প্রায় ১৮ বছর পর গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে র‌্যাব বগুড়া ক্যাম্প ও র‌্যাব গাজীপুর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বাড়ি বগুড়ার গাবতলি উপজেলায়।

র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গাজীপুর বাসন থাসাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়ার গাবতলি থানায় সোপর্দ করা হয়। ২০০৫ সালে দায়ের হওয়া ধর্ষণ মামলার আসামি আমিনুল ইসলাম ২০১২ সালে সাজাপ্রাপ্ত হন। ওই মামলায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয় আদালত।

সারাবাংলা/এসআর

গ্রেফতার ধর্ষণ মামলায় যাবজ্জীবন বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর