Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে জরায়ু ক্যানসার সচেতনতায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ০০:০০

জরায়ু ক্যানসার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

ঢাকা: ঢাকা মেডিকেলে জরায়ু ক্যানসার সচেতনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অসংক্রামক রোগের মধ্যে মেয়েদের জরায়ুর ক্যানসার অন্যতম। বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশের মেয়েরা নানা কারণে জরায়ু ক্যানসারের ঝুঁকিতে থাকে। টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নারীদের টিকাদানের উপর গুরুত্ব দিয়ে আসছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি ইউনিটের আয়োজনে জরায়ু ক্যানসার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জরায়ু ক্যানসার নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

র‍্যালিতে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাশিদা খানম, অধ্যাপক ডা. এস এম সাহিদা, অধ্যাপক ডা. সাবেরা, অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলমসহ গাইনি বিভাগের অন্যান্য চিকিৎসক এবং নার্সরা।

আলোচনায় চিকিৎসকরা বলেন, জরায়ুর ক্যানসার প্রতিরোধে টিকার গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একুশ শতকের মধ্যেই জরায়ু ক্যানসারের ঝুঁকি দূর করতে চায়। এই লক্ষ্যে তারা ২০৩০ সালের এর মধ্যে জরায়ুর ক্যানসার প্রতিরোধে নব্বই ভাগ ভেক্সিনেশন, সত্তর ভাগ স্ক্রিনিং এবং নব্বই ভাগ চিকিৎসার আওতায় আনতে সকলকেই উৎসাহ দিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে বিদ্যালয়গামী মেয়েদের সরকারিভাবে বিনামূল্যে জরায়ুর ক্যানসার প্রতিরোধে টিকাদানের ব্যবস্থা করেছে।

বিজ্ঞাপন

সবাইকে টিকাদানের ব্যাপারে উৎসাহিত করতেই আজকের কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ডা. মো. আসাদুজ্জামান এবং ডা. শারমীন আক্তার। জরায়ু ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে গাইনি ক্যানসার সোসাইটি অনুষ্ঠানশেষে স্বল্প মূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

জরায়ু ক্যানসার র‌্যালি