Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-মিয়ানমার থেকে এল ৩৭ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১১:৫১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৫

ভারত থেকে চাল আমদানি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ভারত ও মিয়ানমার মিলিয়ে দুই দেশ থেকে মোট ৩৭ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এরমধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন ও ভারত থেকে ১৫ হাজার মেট্রিক টন চাল এসেছে।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানিকৃত চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানি করা চালের মধ্যে জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টোরি আর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যান্ডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/জেআর/এমপি

চাল চাল আমদানি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর