Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে প্রশাসনের বাজার মনিটরিং

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩০

রাঙ্গামাটি জেলায় বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন

রাঙ্গামাটি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে রাঙ্গামাটি জেলায় বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপা বাজার মনিটরিং করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এ সময় তার সঙ্গে রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শামীম হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, বনরুপা বাজার ব্যবসায়ী সমিতির নেতা মো. জসীম উদ্দিন, তাপস দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং করছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষ বনরুপা বাজার পরিদর্শন করেছি।’ কেউ যাতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামের পাশে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করে জেলা প্রশাসন।

সারাবাংলা/এসডব্লিউ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার পরিদর্শন রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর