Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ২২:১১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

খুলনা: জেলার ফুলতলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মো. হাফিজুর রহমান (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আনছার আলী আকনের ছেলে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী প্রাইভেটকারের সঙ্গে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে ফুলতলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকার ও সিএনজিতে থাকা ড্রাইভারসহ ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জাম্মান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

খুলনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর