সান্তোসে ‘রাজপুত্র’ নেইমারের রাজসিক প্রত্যাবর্তন
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১
আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের খবরের পর থেকেই ক্লাবে সাজসাজ রব। ‘দা প্রিন্স ইজ ব্যাক’, সান্তোসের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরালও হয়েছে গত কয়েকদিনে। অবশেষে নেইমার ফিরলেন তার শৈশবের ক্লাবে। ‘রাজপুত্র’ নেইমারকে রাজসিক এক অভ্যর্থনায় বরণ করে নিল ব্রাজিলের ক্লাবটি।
আল হিলালের সাথে চুক্তি বাতিলের পর নেইমারের সান্তোসে ফেরা ছিল সময়ের ব্যাপার মাত্র। নেইমারকে বরণ করে নিতে চোখ ধাঁধানো আয়োজন করেছিল সান্তোস। নেইমারের এই ফেরা দেখতে আগেই বিশেষ টিকিট কেটে রেখেছিলেন প্রায় ২০ হাজার সমর্থক। স্টেডিয়ামের বাইরেও ছিল প্রচণ্ড ভিড়। সবাই নেইমারকে এক নজর দেখার জন্য মুখিয়ে ছিলেন।
অপেক্ষার পালা শেষ করে সান্তোসের সাদা গেঞ্জি পরে মাঠে ঢুকেছেন নেইমার। তাকে বরণ করে নিয়েছেন সান্তোসের কর্মকর্তারা। এমন বরণে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কান্নাভেজা কণ্ঠে বলেছেন, সান্তোসে ফিরতে পেরে খুবই খুশি তিনি, ‘আমি খুবই খুশি। এই ক্লাবে দারুণ কিছু সময় কেটেছে আমার। আশা করছি সামনের দিনগুলোর দারুণ যাবে। আমার পরবর্তী লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে ফেরা ও ২০২৬ বিশ্বকাপে খেলা।’
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে খেলেছেন নেইমার। এই ক্লাবেই তার তারকা হয়ে ওঠা। সেবার ১১ নম্বর জার্সি পরলেও এবার নেইমার খেলবেন পেলের ১০ নম্বর জার্সিতে।
সান্তোসের মাঠে ফিরেই স্টেডিয়ামের ঘাসে চুমু খেয়েছেন নেইমার। পুরো মাঠ ঘুরে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নেরে ধন্যবাদও জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বোটাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়েই সান্তোসের হয়ে দ্বিতীয় দফায় অভিষেক হতে পারে নেইমারের।
সারাবাংলা/এফএম