চ্যাম্পিয়নস লিগ
প্লে-অফে রিয়ালকে পেয়ে ডার্বির অনুভূতি হচ্ছে গার্দিওলার
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০
গত তিন মৌসুমেই দেখা হয়েছে দুই দলের। চ্যাম্পিয়নস লিগে এবার অবশ্য বেশ আগেই দেখা হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে প্লে-অফেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। প্লে-অফের ড্রয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, টানা চতুর্থ মৌসুমে রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ‘ডার্বির’ অনুভূতি হচ্ছে তার।
নতুন ফরম্যাটে আয়োজিত চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ছিল দীর্ঘ লড়াই। ৮ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৮ এ থাকা ক্লাব সরাসরি পৌঁছে গেছে শেষ ১৬তে। বাকি ৮ দল নির্বাচন করা হবে প্লে-অফের মাধ্যমেই। ১৬ দলের এই প্লে-অফে প্রতিপক্ষ হিসেবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকেই পেয়েছে শেষ ম্যাচে গিয়ে প্লে-অফ নিশ্চিত করা সিটি।
গত তিন মৌসুমের দেখায় দুইবারই শেষ হাসি হেসেছে রিয়াল, একবার জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে সিটিজেনরা। এই লড়াইতে যেই জিতেছে, শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরেছে তারাই।
পেপ বলছেন, রিয়ালের বিপক্ষে ম্যাচে ডার্বির অনুভূতি হচ্ছে তার, ‘টানা চতুর্থ বছরে আমরা রিয়ালের মুখোমুখি হচ্ছি। এটা তো এখন আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে। বায়ার্ন, রিয়াল দুই ক্লাবই শক্তিশালী প্রতিপক্ষ। আশা করি আমরা ইতিহাদে প্রথম লেগে জিততে পারব। মাদ্রিদের মাঠেও যতটা সম্ভব ভালো করতে হবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম লেগে ইতিহাদে মুখোমুখি হবে সিটি-রিয়াল। ফিরতি লেগে ২০ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল।
সারাবাংলা/এফএম
চ্যাম্পিয়নস লিগ পেপ গার্দিওলা প্লে অফ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ