গাজীপুর ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের মেয়াদ বাড়াতে ৭ শর্ত
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০
ঢাকা: মেয়াদ বাড়ছে ‘গাজীপুর ডায়াবেটিক হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্পের। এটির ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ৭টি শর্ত দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৫ লাখ হাজার টাকা।প্রকল্পের ব্যয় বৃদ্ধি ছাড়া বাস্তবায়ন মেয়াদ ২০২০ সালের জুলাই ২০২৪ সালের জুনের পরিবর্তে ২০২৫ জুন পর্যন্ত নির্ধারণ করে দ্বিতীয়বার এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিলেও এক্ষেত্রে ৭টি শর্ত জুড়ে দিয়েছে আইএমইডি।
শর্তগুলো হচ্ছে- (ক)প্রস্তাবিত বর্ধিত মেয়াদের জন্য প্রকল্প পরিচালক প্রণীত সময়ভিত্তিক কর্ম পরিকল্পনাটি অনুসরণ করে প্রকল্পের সমুদয় কার্যক্রম সমাপ্ত করা; (খ) আরডিপিপি অনুযায়ী পূর্ত ও নির্মাণ কাজের জন্য সংস্থার অংশের অর্থ অবশিষ্ট পূর্ত কাজে ব্যয় করা; (গ) সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-২০২২ অনুসারে প্রকল্প সমাপ্তির ন্যূনতম ৩ (তিন) মাস আগে উদ্যোগী মন্ত্রণালয় যৌক্তিকতাসহ মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পরিকল্পনা কমিশন এবং আইএমইডিতে পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি স্বাস্থ্য সেবা বিভাগ ও আইএমইডি থেকে দেরিতে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে প্রকল্প প্রস্তাব পাঠানোর বিষয়ে সরকারি এ নির্দেশিকা যথাযথভাবে প্রতিপালন করা; (ঘ) ভবন নির্মাণ, মেডিকেল যন্ত্রপাতি, মেডিকেল আসবাবপত্রসহ অন্যান্য ক্রয় বাবদ প্রত্যাশি সংস্থার হারাহারি অংশের টাকা যৌথ একাউন্টে দ্রুত জমা দেওয়া, যাতে বর্ধিত মেয়াদে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে ভবন নির্মাণ এ মালামালসহ যাবতীয় ক্রয়কার্যক্রম শেষ করা যায়; (ঙ) প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা এবং দিক নির্দেশনার জনা ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী প্রতি তিন মাস অন্তর একবার প্রজেক্ট ইমপিমেন্টেশন কমিটি (পিআইসি) এবং প্রজেক্ট সিটিং কমিটি (পিএসসি) কমিটির সভার আয়োজন করা; (চ) ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) তথ্য আপলোড করা এবং (ছ) এ সুপারিশগুলোর উপর গৃহীত ব্যবস্থা আইএমইডিকে অবহিত করা।
সারাবাংলা/জেজে/আরএস