খুলনায় সাবেক মহিলা কাউন্সিলর জলি গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩
খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, জেসমিন পারভীন জলি খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার আসামি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর