‘যেনতেন নির্বাচন চাই না, সরকারকে যৌক্তিক সময় দিতে হবে’
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০
বাগেরহাট: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যেনতেন নির্বাচন চাই না, সুন্দর একটি নির্বাচন চাই। এ জন্য বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। আমরা আশা করব তারা এই সময়ের মধ্যে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। দেশের টাকা যারা পাচার করছে, সেই টাকা ফেরত আনতে হবে এবং পাচাকারিদের বিচার করতে হবে। ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে সাজাতে শিক্ষা কমিশন গঠন করতে হবে।’
সম্মেলন শেষে ২৫-২৬ বছরের জন্য বাগেরহাট জেলার কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জেলা সহ-সভাপতি, মাস্টার মকবুল হোসেন, ফাকির শহিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাও. মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক হুসাইন, যুবনেতা মাওলানা আবু বকর এইচ এম ইসমাইল হোসেন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোহাম্মাদুল্লাহ প্রমুখ।
সারাবাংলা/এইচআই