এক দফার ঘোষণা দিলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৬
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজটি শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে এই ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মাহমুদুল হাসান মুক্তার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, আমরা সেটি প্রত্যাখ্যান করছি। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের সাত দফা দাবি থেকে একদফা দাবি ঘোষণা করছি। সেটা হলো – মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কলেজে এসে আমাদের বলবেন, আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। তাহলেই আমরা রাজপথ ছেড়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো। আজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো।’
তিনি আরো বলেন, আমাদের আগের সাত দফা দাবির মধ্যে মূল বিষয় ছিল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তবে এখন আমরা শুধুমাত্র এক দফার দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। এরই অংশ হিসেবে আমরা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করবো আগামীকাল, যার আওতায় থাকবে সড়ক এবং রেলপথ।
সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইনজামুল ইসলাম রুপম বলেন, ‘আমরা আর আশ্বাস চাই না, আমরা সিদ্ধান্ত চাই। সরকারকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে, আমাদের ভাইদের কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে।’ এই পরিস্থিতিতে আন্দোলন কতদিন চলবে এবং সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে শিক্ষার্থী-শিক্ষক ও সংশ্লিষ্টরা অপেক্ষায় আছেন।
আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিসহ ৭ দফা দাবি দিয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।
সারাবাংলা/এমআর/এসএইচএস