কুয়াশার কারণে ২ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪২
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় রাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদী কুয়াশায় ঢেকে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টায় বন্ধ আরিচা-কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসির মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদী তীব্র কুয়াশার ঢেকে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় বরকত এবং কপোতি নামে দু’টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়।
তিনি আরও জানান, এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে যমুনায় তীব্র কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ হয়ে যায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল।
জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।
বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান, সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
সারাবাংলা/পিটিএম